• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

হাতকড়া পরিয়ে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগে এসআই ক্লোজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:২৮

গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী সবুজ সরকারকে (২৫) আটক করে টাকা নেওয়ার অভিযোগে এসআই কুদ্দুস মৃধাকে ক্লোজ করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুদ্দুস মৃধাকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর আগে, কুদ্দুস মৃধা মাওনা (চকপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ভুক্তভোগী ব্যবসায়ী শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ধনুয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের ছেলে। আটক থাকা অবস্থায় হাতকড়াসহ সেলফি তুলে সে তার ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী সবুজ সরকারকে শ্রীপুরের নয়নপুর (ধনুয়া) হানু মার্কেট এলাকা থেকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ হাতিয়ে নেন এসআই। ফেসবুকে হাতকড়াসহ ছবি পোস্ট করার পর তার কাছ থেকে নেওয়া টাকা পুলিশ ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগী।

সবুজ সরকার বলেন, গত শুক্রবার হানু মার্কেট এলাকা থেকে তাকে আটক করেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কুদ্দুস মৃধা। আটকের পর তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ফাঁড়ির পাশের একটি লোহার পাইপের সঙ্গে আটকে রাখেন। আটক করে তার কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেন এস আই কুদ্দুস মৃধা। এরপর আটক থাকা অবস্থায় তিনি সেলফি তুলে রাখেন। টাকা নেওয়ার পর ওই পুলিশ সদস্য তাকে ছেড়ে দেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পারিবারিক জমি নিয়ে এক স্বজনের সঙ্গে বিরোধের জেরে তাকে হয়রানি করে টাকা ছিনিয়ে নিয়েছে পুলিশের ওই এসআই।

অভিযুক্ত পুলিশ সদস্য আবদুল কুদ্দুস বলেন, টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়। জমি সংক্রান্ত বিরোধে দুটি পক্ষ সড়কের ওপর সংঘর্ষে জড়ায়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবুজ সরকারকে আটক করে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাকে আটক করে কোনো টাকা নেওয়া হয়নি। পুলিশকে বিপাকে ফেলতে অহেতুক অভিযোগ তোলা হচ্ছে বলেন অভিযোগ করেন এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
জুলাই অভ্যুত্থানে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি