• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

শহীদ রাব্বির শিশু কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান

আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
শহীদ রাব্বির শিশু কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় চলাকালে মাগুরায় নিহত শহীদ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের খোঁজখবর নিতে তার পরিবারের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

সোমবার (৬ জানুয়ারি) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোঁজ ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা এবং পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপহার তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।

তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন ও কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষণা দেন। শহিদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও উপস্থিত ছিলেন- মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপি আহবায়ক মো. কুতুব উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের দায়িত্ব সবার: নাহিদ
শেখ হাসিনা আলেম-ওলামাদেরও থ্রেট মনে করতেন: সারজিস
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস