কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ০৬:৫৭ পিএম


কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই
ছবি : আরটিভি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক আসামীকে হাতকড়াসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানার ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়াও রাতে থানার ওসিকে বদলি করা হয়েছে। এ ঘটনায় মাদক উদ্ধার ও আসামী ছিনতাইয়ের মামলা করেছে পুলিশ। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

জানা যায়, বাবুর হাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান ও তার স্ত্রীকে বাড়ি থেকে ১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে আসার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ি আটকে আসামি ছিনতাই করে।                                                                                                                                    
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থানার এসআই ওবায়দুল, এসআই আরিফসহ ৬ সদস্যের পুলিশের একটি টিম অভিযানে যাওয়ার পর এ ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলামকে পুলিশ লাইনসে বদলি করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, স্থানীয় কিছু লোক পুলিশের কাজে বাধা দিয়ে আসামী ছিনতাই করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামিকে খোঁজা হচ্ছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission