সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ০৭:০৮ পিএম


সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে বেলকুচি থানায় ‘বিস্ফোরক দ্রব্য আইনে’ মামলা করা হয়েছে। ঘটনার ১১ বছর পর বেলকুচি পৌরসভার জাতীয়তাবাদী যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে রোববার রাতে ‘বিস্ফোরক দ্রব্য’ আইনের ধারায় মামলাটি করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।

জানা যায়, মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আশানুর বিশ্বাস, তার ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস এবং তাদের আত্মীয় বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘গত ২০১৩ সালের ২৭ নভেম্বর বেলকুচির মুকন্দগাঁতী বাজারে বিএনপির কর্মসূচিতে হামলার বিষয়টি উল্লেখ করেন বাদী। সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের আদেশে বিএনপির কর্মসূচিতে হামলা করা হয়। এসময় বাদী হালিম, জুলহক ও কিবরিয়াসহ তিনজনকে গুলি করা হয়। দীর্ঘদিন উপযুক্ত পরিবেশ না পেয়ে মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন। রোববার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে।’

এ দিকে মামলার আগেই সাবেক মন্ত্রী বিশ্বাসকে রোববার দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর সন্ধ্যায় পর আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission