• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

রামু স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯
রামুতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রামু বাইপাস সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে ছাত্রজনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

তপন মল্লিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। তপন মল্লিক রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ‘স্থানীয়রা রামু বাইপাস এলাকা থেকে তপন মল্লিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি রামু থানা পুলিশের হেফাজতে রয়েছেন।’

উল্লেখ্য, ২০১৮ সালে রামুতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকমাস আগে রামু থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু
অবশেষে কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার
সন্তানদের আর্তনাদে কারামুক্ত সেই জামাল মিয়া
রামুতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত