• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার, সেক্রেটারি রাশেদ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:১০
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার, সেক্রেটারি রাশেদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন জুলফিকার রহমান এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন রাশেদ ইসলাম।

সোমবার (৬ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা জামায়াতের অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক সভাপতি হিসেবে জুলফিকার রহমানের নাম ঘোষণা করেন। পরে নব মনোনীত সভাপতি অন্যান্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারির নাম ঘোষণা করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর সভাপতি রেজোয়ান ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, পঞ্চগড় শহর জামায়াতের আমির জয়নাল আবেদীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক। আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সেক্রেটারি।

জেলা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি জুলফিকার রহমান পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি রাশেদ ইসলাম পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে অর্ধকোটি টাকা মূল্যের কোকেন-হেরোইন জব্দ
রাবি শিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ
আর কোনো ফ্যাসিস্টকে বাংলার ক্ষমতায় আসতে দেওয়া হবে না: শিবির সেক্রেটারি
ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুফ