• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

সীমান্ত শান্ত থাকলেও অনুপ্রবেশের আশঙ্কা, ৩৬ রোহিঙ্গা ফেরত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৫
ছবি: আরটিভি

কয়েক সপ্তাহ ধরে সীমান্ত শান্ত রয়েছে। তবে মংডু সহ রাখাইন রাজ্য আরাকান আর্মি দখলে নেওয়ায় রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে। গত এক বছরে মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে চলমান যুদ্ধে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে সরকার।

গত ডিসেম্বরের শুরুতে মংডু শহর দখলে নেওয়ায় বাংলাদেশে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

এরই প্রেক্ষিতে রোববার (৫ ডিসেম্বর) দুপুরে শিশু সহ ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। তবে তাদের সন্ধ্যার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি ভালো ও শান্ত রয়েছে। গতকাল অনুপ্রবেশের সময় ৩৬ রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে। যে কোনো ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এ দিকে সীমান্তের ওপারে মাঝে মধ্যে আগুনের কুণ্ডলী দেখা যায়। রোহিঙ্গাদের স্থাপনা পুড়িয়ে দেয়া ও মাঝে মধ্যে ঝোপঝাড় পরিষ্কার করায় এমন আগুনের কুণ্ডলী দেখা যায়।

সীমান্ত ও জেলারা বলেন, কয়েকদিন ধরে সীমান্ত পরিস্থিতি ভালো রয়েছে। যেহেতু যুদ্ধ চালানোর জন্য কোনো প্রতিপক্ষ নেই, সেহেতু যুদ্ধ হবার কোনো কারণ নেই। তবে আধিপত্য বিস্তারে মিয়ানমারে আরাকান আর্মির সাথে আরএসওর গোলাগুলি হয়ে থাকে।

এখানকার রোহিঙ্গা নেতারা জানান, সেখানে সরকারের পক্ষে কেউ নেই, যা হচ্ছে রোহিঙ্গাদের তাড়ানোর জন্য হচ্ছে। আরএসওর সাথে আরাকান আর্মির গোলাগুলি হয় আধিপত্য নিয়ে। মংডুর রোহিঙ্গাদের চাপ সৃষ্টি করায় তারা পালিয়ে এ পারে চলে আসছে। গত রোববারও রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। পরে তাদের ফেরত পাঠানো হয়েছে। আরও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন তারা।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু
কক্সবাজারে পিস ফেলোশিপের উদ্বোধন
সিএনজি থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ