• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৪
হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে বেড়েছে তাপমাত্রা। বিকেল থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করেছে আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ এবং ঘণ্টায় গতিবেগ ছিল ১ কিলোমিটার।

হিলিতে কথা হয় রিকশাচালক আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, গত তিন দিন থেকে হিলিতে কিছুটা তাপমাত্রা কমেছে। এতে করে কুয়াশা কম হচ্ছে। সকাল বেলায় বহু খেটে খাওয়া মানুষ কাজে বের হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরের জেলাগুলোতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ৮ তারিখ রাত থেকেই তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে পারে। ফলে ৯ বা ১০ তারিখ থেকে কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে, যেটি পরবর্তীতে আরও বিস্তার লাভ করতে পারে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম
ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা
হিলিতে জেঁকে বসেছে শীত
হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম