চকরিয়ায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।
নিহত ফরিদুল আলম ওই এলাকার মরহুম আলী আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, পাহাড়ে খাবার না পেয়ে দলছুট একটি বন্য হাতি খাবারের খোঁজে রাত ১২টার দিকে লোকালয়ে চলে আসে। এ খবর পেয়ে এলাকার লোকজন বন্য হাতিটিকে তাড়াতে এলে হঠাৎ হাতির সামনে পড়ে গেলে তিনি হাতির আক্রমণে শিকার হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, দলছুট একটি হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবগত করা হয়েছে।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন