সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ নেতা দুদিনের রিমাণ্ডে 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ০৩:৩৮ পিএম


সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ নেতা দুদিনের রিমাণ্ডে 
ছবি : আরটিভি

গত ৪ আগস্টে সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ ৫ নেতাকে জিজ্ঞাসাবাদ করতে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, আওয়ামী লীগ নেতা সাহারুল আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, ছাত্রলীগকর্মী মসিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক নির্জন কুমার মিত্র তাদের দুদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে প্রায় শতাধিক শিক্ষার্থীকে আহত হয়েছিলেন। এ হামলার কারণ জানতে আদালত ৫ আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল চার আগস্টে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। জহুর আলীর ভাই হাফিজ আহমদ এই ঘটনায় গেল ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন গ্রেপ্তার হয়েছেন। এম এ মান্নান ও মুহিবুর রহমান মানিকসহ কিছু নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission