• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
ফাইল ছবি।

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হত্যার পর ওই ব্যক্তির মরদেহ নিয়ে গেছে তারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত জহুর আলী (৬০) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন, জহুর আলী নামে ওই ব্যক্তি ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত তিনদিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় বেশ কিছু লুঙ্গি নিয়ে আসে। পরে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরিবারের সদস্যদের বলে যায় লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবে, কিন্তু আর ফিরেনি।

চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম বলেন, ঘটনাটি জানার পর আমরা বিজিবিকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, সীমান্তে নির্মাণ কাজ বন্ধ 
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
তৈমূরের ভাই হত্যা: ২২ বছর পর খালাস সব আসামি
বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক