গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি
গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। নতুন শাবকটি এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এটি নিয়ে পার্কে বর্তমানে ১১টি নীলগাই রয়েছে। এর মধ্যে ৬টি পুরুষ এবং ৩টি স্ত্রী নীলগাই। নিরাপত্তার কথা বিবেচনা করে পার্ক কর্তৃপক্ষ শাবকের জন্মের কথা গোপন রেখেছিল।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম শাবকের জন্মের তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গাজীপুর সাফারি পার্কের বুনো পরিবেশে শাবকটির জন্ম হয়েছে। সপ্তমবারের মতো পার্কে নীলগাই শাবকের জন্ম হলো। দেখতে গরু ও ঘোড়ার মতো হলেও এটি একটি হরিণ প্রজাতি। গত কয়েকদিন আগে শাবকটির জন্ম হলেও লিঙ্গ এখনো নির্ধারণ করা যায়নি। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া বেশ কয়েকটি নীলগাই সাফারি পার্কে আনা হয়। এখানকার পরিবেশ ও পরিচর্যার কারণে নীলগাইয়ের প্রজনন কার্যক্রম সফলভাবে চলছে। পরিবেশ অনুকূলে থাকায় ও সঠিক পরিচর্যার মাধ্যমে নিয়মিত প্রাণীদের প্রজনন হচ্ছে। প্রতিটি শাবকের জন্মের পর আমরা বিশেষ নজরদারি রাখি। মা ও শাবকের পুষ্টির কথা বিবেচনায় বিশেষ খাবারও পরিবেশন করি। নীলগাই-এর বৈজ্ঞানিক নাম বোসেলাফাস ট্র্যাগোকামেলাস। এশিয়ার অ্যান্টিলোপুজাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে বৃহদাকৃতির। প্রায় ৮০ বছর আগে এ প্রাণীটি বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ থেকে হারিয়ে যায়। এক সময়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বনাঞ্চলে নীলগাই অবাধে বিচরণ করত।
প্রসঙ্গত, ১৯৪০ সালে পঞ্চগড়ে সর্বশেষ নীলগাই দেখা গিয়েছিল। এরপর দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০১৮ সালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একটি স্ত্রী নীলগাই ধরা পড়ে। এরপর নওগাঁ ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে আরও কয়েকটি নীলগাই উদ্ধার করা হয়।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন