বিজয়নগরে বিএনপির শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে অর্থায়ন করেন ব্রাহ্মণবাড়িয়া লিরিক গ্রুপের চেয়ারম্যান সেলিম মিয়া (সিআইপি)। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত সাত শতাধিক অসহায় পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
সাবেক ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি লুতফুর রহমান লাফুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন ভূঁইয়া।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্টু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ, জিয়া উদ্দিন খান নয়ন, ওলি উল্লাহ ভূঁইয়া, শাহীন মেম্বার, মানিক সরকার, চমক ভূঁইয়া, মহিবুর সরকার ও ইসলামপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাফুজ মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার আহমেদ, চম্পকনগর ইউনিয়ন বিএনপি নেতা আমির খাঁ, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য খলিলুর রহমান প্রমুখ।
আরটিভি/এএএ
মন্তব্য করুন