• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ময়মনসিংহে সেনাবাহিনীর বাৎসরিক মহড়ায় সেনাপ্রধান, শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫০
ছবি : আরটিভি

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণের মহড়ায় যোগ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি উপজেলার কাকনী ও শিমুলিয়া এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কাকনী ও শিমুলিয়া এলাকায় সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের এই মহড়া অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে ভিড় করে এলাকার শত শত মানুষ। শীতবস্ত্র বিতরণকালে সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এ ধরণের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান।

এ সময় সেনাবাহিনী সদর দপ্তরের মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে জুয়ার আসর থেকে সাবেক কাউন্সিলরসহ আটক ৯
খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান
ময়মনসিংহে জাসদ নেতা শফিকুল অস্ত্রসহ আটক 
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত