পঞ্চগড়ে অর্ধকোটি টাকা মূল্যের কোকেন-হেরোইন জব্দ
পঞ্চগড়ে যাত্রীবাহী বাস থেকে প্রায় এক কেজি একশ গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজার মূল্য প্রায় ৫৪ লাখ ৫৫ হাজার টাকা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাদক জব্দ করা হয়। তবে, কোকেন এবং হেরোইনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেঁতুলিয়া থেকে মাদক আসছে। তাৎক্ষণিক ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নির্দেশনায় সড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
বাসের লকার/বাংকারে একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি একশত গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা নিরূপণ করে। জব্দ করা কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, সীমান্তে চোরাচালান এবং হত্যা রোধে পঞ্চগড় বিজিবি তৎপর রয়েছে। কোনো মাদক কারবারি চক্রের মাধ্যমেও এসব মাদক আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন