• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

হিলিতে জেঁকে বসেছে শীত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১১:০০
হিলিতে জেঁকে বসেছে শীত
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা বৃদ্ধি পেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীত জেঁকে বসেছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। যে কোন সময় হতে পারে বৃষ্টি। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। অতিরিক্ত শীতের কারনে কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

কথা হয় দিনমজুর লিয়াকত আলীর সঙ্গে তিনি বলেন, কাজের কারনে মাঠে যেতে পারছিনা। সেই সাথে উত্তরের হিমেল বাতাসের কারনে হাত-পা শীতল হয়ে যাচ্ছে। কাজ না করার কারনে আয় কমে গেছে। সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, হিমালয়ের নিকটে অবস্থিত জলীয় বাষ্পের বলয়টি দ্রুত গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাওয়র কারণে উত্তরের জেলাগুলোতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ৮ তারিখ রাত থেকেই তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে পারে। ফলে ৯ বা ১০ তারিখ থেকে কিছু কিছু স্থানে শৈত্য প্রবাহ বিরাজ করতে পারে, যেটি পরবর্তীতে আরো বিস্তার লাভ করতে পারে।

তিনি আরও বলেন, বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলাতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সাথে বাতাশের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমটিার।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটগ্রামে ঘন কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত
হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম
ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা
ঢাকাবাসীর জন্য শীত নিয়ে দুঃসংবাদ