• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ফেনী পৌরসভার একটি কলোনিতে অগ্নিকাণ্ড  

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১১:২০
ফেনীতে কলোনিতে আগুন, আকাশের নিচে ৪০ পরিবার 
ছবি : আরটিভি

ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড সহদেবপুরে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মনছুর মিয়ার কলোনি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেডের কলোনি হওয়ায় মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গ্যাসের লিকেজ থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ৪০টি পরিবারের আসবাবপত্রসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

হাজেরা আক্তার নামে কলোনির এক বাসিন্দা বলেন, ‘আমরা সবাই দিনমজুর, দিন এনে দিন খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি। আজ থেকে খোলা আকাশের নিচে থাকতে হবে।’

করিম নামে স্থানীয় এক যুবক বলেন, ‘আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসে। পাশের জলাধার থাকে আমরা অনবরত পানি ঢেলেও নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। তা না হলে আশেপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হতো।’

ফেনী মডেল থানার এসআই (উপপরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়েই শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা কাজ করেছি। উৎসুক জনতার ভিড় সামলাতে কিছুটা হিমশিম খেলেও স্থানীয়রা আন্তরিক ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন (পাশা) বলেন, ‘কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ সহজতর হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে সেটি এখনও বলা যাচ্ছে না।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন লাখ টাকা চাঁদা দাবি, ফেনীর বহিষ্কৃত সহ-সমন্বয়ক শুভ গ্রেপ্তার
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
নানার বাড়িতে এসে গর্তে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের
ফেনীতে আ. লীগ নেতা ও যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার