টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া বাজারে এ ঘটনা ঘটে। বাজারটি করটিয়ার কাপড়ের হাট নামে পরিচিত।
বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাতে স্থানীয়রা করটিয়া বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একযোগে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে ৩টি দোকান পুড়ে যায়। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্তসাপেক্ষে জানা যাবে।’
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন