• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৪
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হ‌য়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাত ১০টার দি‌কে টাঙ্গাইল সদর উপ‌জেলার ক‌রোটিয়া বাজা‌রে এ ঘটনা ঘ‌টে। বাজারটি ক‌রটিয়ার কাপ‌ড়ের হাট না‌মে পরিচিত।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাতে স্থানীয়রা করটিয়া বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক‌যোগে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু ক‌রে। ততক্ষণে ৩টি দোকান পু‌ড়ে যায়। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্তসাপেক্ষে জানা যাবে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন
টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ টুকুর