• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, ৬ শিক্ষার্থী আহত

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৩:৩৮
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, ৬ শিক্ষার্থী আহত
ছবি : আরটিভি

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে ছয়জন আহত হয়েছেন। গাড়িটিতে থাকা পর্যটকরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিৎ চক্রবর্তী। মঙ্গলবার সাজেক সড়কের শিজকছড়া এলাকায় চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা।

জানা যায়, গাড়িটিতে ১২ জন পযটক ছিলেন। তারা খাগড়াছড়ি থেকে সাজেকে বেড়াতে যাচ্ছিলেন।

এ বিষয়ে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, ‘পর্যটকবাহী জিপ গাড়িটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। আহত পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা বলেন, ‘গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৬ জন হাসপাতালে এসেছিলেন। তার মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন, বাকি তিনজন হাসপাতালে ভর্তি ছিলেন। তারাও গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকবাহী গাড়ি উল্টে ৯০ ফুট গভীর খাদে, আহত ৫ 
বর্তমান প্রেস কাউন্সিল গ্রহণযোগ্যতা হারিয়েছে: কামাল আহমেদ
রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নিহত ১