• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলার ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:২৪
ছবি: আরটিভি

পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) শহরের সদর রোডস্থ জেলা জাকের পার্টি কার্যালয়ের সভাকক্ষে এ ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। ছাত্র সম্মেলনের সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলার সভাপতি ইঞ্জিনিয়ার ফরহাদ আহমেদ সিয়াম।

ফরহাদ আহমেদ সিয়াম বলেন, জাকের পার্টি ক্ষমতাকেন্দ্রীক দল না, জাকের পার্টি সব সময় আদর্শ কেন্দ্রীক রাজনৈতিক চর্চা করে আসছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

এ সময় বক্তারা বলেন, আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকে চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। জাকের পার্টির রূপকল্প কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য আর জাতীয় ঐক্য গঠনের জন্য জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ব্যাতিত কোন বিকল্প নাই।

বক্তারা আরো বলেন, জাতির চেতনা ও মননের জাগরণেই নিহিত কল্যাণ রাষ্ট্রের ভিত্তি। জাতীয় ঐক্যের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনের মহা আহ্বানে আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুরে অনুষ্ঠিত পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন; জাতির মন-মনন পরিবর্তনের এই মহা আয়োজনে যোগ দেওয়ার আহ্বান জানান।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত 
পিরোজপুরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান
ইয়াবাসহ টিকটকার ও সহযোগী গ্রেপ্তার