• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

বরিশালে চালের আড়তে অভিযান

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫২
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালে চালের আড়তে অভিযান চালিয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) নগরীর পাইকারি চালের বাজার ফড়িয়া পট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় চাল ক্রয়-বিক্রয়ের রসিদ যাচাই-বাছাই করার পাশাপাশি আড়ত মালিকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, চালের আড়ত মালিকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের চাল ক্রয় এবং বিক্রয়ের পাকা রসিদ রাখার নির্দেশনা দেওয়া হয়। কোনো দুষ্কৃতিকারী যদি সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, তাদের বিরুদ্ধে খুব দ্রুত সময় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শুধুমাত্র ফড়িয়া পট্টিতেই নয়, নগরীর বাজার রোড, বাংলাবাজার, বটতলাসহ বিভিন্ন বাজার মনিটর করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব: আলাল
বরিশালে দুই বিএনপি নেতার বাসায় হামলা-ভাঙচুর 
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে শান্ত
শাহিন আফ্রিদিকে পাঁচ ম্যাচের বেশি খেলানোর চেষ্টা করছেন তামিম