• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭
মেহেরপুর
ছবি: আরটিভি

মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।

সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে এবং আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। অতি দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠের ভেতরে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। ‌গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে নিয়ে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাসটি আটক করে স্থানীয় লোকজন। তবে মোটরসাইকেলের দ্রুত গতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে
মেহেরপুরে যুবদল নেতা হত্যা, গ্রেপ্তার ৩
মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু