• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৭
ইটভাটা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার আটটি ইটভাটায় এই অভিযান চালানো হয়।

কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর ও হরিনারায়ণপুরে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার।

এ সময় এনএসআর ব্রিকসকে তিন লাখ, ফাইভ স্টারকে দুই লাখ, এএফএনআর ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার ও এইচএনআর ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে রিফাতুল ইসলাম বলেন, এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কুমারখালী উপজেলায় চার ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ভাটার কার্যক্রমের পরিধি বিবেচনায় ইট প্রস্তুত আইনে জরিমানা করা হয়েছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে ছাড়পত্র ছাড়াই চলছিল ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা
৩ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ
কাভার্ড ভ্যানের চাপায় পথচারীসহ নিহত ২