• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫
একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা
ফাইল ছবি

মাত্র একদিনের ব্যবধানে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কুয়াশার সঙ্গে সঙ্গে নেমে এসেছে কনকনে শীত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আগের দিন একই সময়ে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঠান্ডা হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হচ্ছেন মানুষ। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো। খড়কুটো জ্বলিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে অনেকে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। সবশেষ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি 
চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ
ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন