• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১১:০৬
ছবি: আরটিভি

ময়মনসিংহে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে হালুয়াঘাট উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, আজ ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন।

তিনি আরও বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির প্রতিবাদ
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো শিক্ষার্থীর প্রাণ
যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৫, পুড়ছে হলিউড হিলস