• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৪
কম্বল বিতরণ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৮ জানুয়ারি) রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে যাতে অসহায় ও ছিন্নমূল মানুষ কষ্ট না পায়, সেজন্য শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। দরিদ্র পরিবারের লোকজনদের শরীরে কম্বল জড়িয়ে দিতে পেরে ও তাদের মুখে হাসি ফুটাতে খুব ভালো লাগছে।

তিনি বলেন, গভীর রাতে দুই হাজারেরও অধিক কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে ততদিন এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু, যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন
টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২