• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:১০
যশোর
ছবি: আরটিভি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের বাড়ি কেশবপুর, অন্যজনের মণিরামপুরে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরের মধ্যকুল গুটলেতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে, মণিরামপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে আরেক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে রিয়াদ হোসেন নামে এক কিশোর। বুধবার সন্ধ্যায় কালিবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

রিয়াদ হোসেন কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে কালিবাড়ি থেকে মনোহরপুরের দিকে যাচ্ছিল। বকুলতলা পলাশের ঘেরের সামনে এসে তাদের মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস জানান, হাসপাতালে আসার আগেড়ই রিয়াদ হোসেন মারা যায়।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো শিক্ষার্থীর প্রাণ
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২