সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা যাত্রীর নাম কিরণ দে (৪৫)। তিনি মোহরা কালুরঘাট এলাকার মৃত অতুল দে’র ছেলে। আহতদের মধ্যে অটোরিকশা চালকের নাম নাঈম। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট হালিমপুর। বাকি আহত দুজন নিহত কিরণ দে’র পরিবারের সদস্য। তাদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইট বহনকারী একটি ট্রাক পশ্চিম দিক থেকে পূর্বদিকে যাচ্ছিল, অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশাটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল। পরে ইছাখালী ভূমি অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আহতদের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে কিরণ দে নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার এসআই আকতার জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাকচালককে পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এফএ-টি
মন্তব্য করুন