পথ হারালেন মাঝি, ৯৯৯-এ কল পেয়ে ১৪ পর্যটককে উদ্ধার
কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেগে ওঠা চরবিজয়ে ১৪ জন পর্যটক ফাইবার বোটে ঘুরতে যান। ফেরার পথে বোটের ইঞ্জিন বিকল হলে ঘন কুয়াশায় মাঝি জাকির হোসেন পথ হারিয়ে ফেলেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কুয়াকাটা নৌপুলিশ তাদের উদ্ধার করেছেন।
জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির দম্পতিসহ ১৪ জন পর্যটক কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোট নিয়ে চরবিজয় ঘুরতে যান। তারা দুপুর ১টার দিকে চরবিজয় পৌঁছান। ভ্রমণ শেষে বিকেল ৩টার দিকে চরবিজয় থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ফেরার পথে ঘন কুয়াশার কারণে বোটচালক পথ হারিয়ে ফেলেন। এ সময় ডা. গোলাম ইসতিয়াক আবির জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। এরপর কুয়াকাটা নৌপুলিশ তাদের উদ্ধার করে।
ডা. গোলাম ইশতিয়াক আবির বলেন, পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে আসি। চরবিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিল বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯-এ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশ আমাদের উদ্ধার করেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, আমাকে জাতীয় জরুরি সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পিডবোটে তাদের উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই। দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি ৷ বর্তমানে পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন