• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ময়মনসিংহে কাওয়ালী অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৭
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহ সদরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে থানা ঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে ওই হামলা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাত ১১টার দিকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পাঞ্জাবি পাজামা এবং টুপি পরা দুই শতাধিক মানুষ এ অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় মঞ্চ ও শতাধিক চেয়ার এবং সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়।

শিল্পী মিজান বাউলা বলেন, ৪৫ বছর ধরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রাঃ)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালী অনুষ্ঠান হয়ে আসছে, কোনোদিন এমন হয়নি। আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি তখন বড় মসজিদ মাদ্রাসার একদল হুজুর এসে হামলা ভাঙচুর শুরু করে। আমাদের ২-৩ জন আহত হয়। ভাঙচুর করা হয় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিষ্টেম এবং মঞ্চ। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। থানার সামনে এমন ঘটনা কখনো কাম্য ছিল না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান রহ. মাদ্রাসার ছাত্ররা কাওয়ালী অনুষ্ঠান ভাঙচুর করে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চেয়ার মঞ্চ ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। বিষয়টি কেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 
ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক
বরিশালে দুই বিএনপি নেতার বাসায় হামলা-ভাঙচুর