• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ২২:৪০
ছবি : আরটিভি

উৎপাদন ও মেয়াদোত্তীর্ণর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে চাঁদপুরে জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বনোফুলকে ৩ হাজার টাকা ও আলী বেকারিকে ১০ হাজার টাকাসহ মোট ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, চাঁদপুরে জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স শহরের চিত্রলেখা মোড় ও মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে বনোফুলকে ৩ হাজার টাকা ও একই অপরাধে আলী বেকারিকে ১০ হাজার টাকাসহ মোট ২টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।

এ ছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা জসিম গ্রেপ্তার
ব্যাংকের পরিচালক পরিচয়ে স্বর্ণ নিয়ে উধাও, এরপর যা ঘটল
কচুয়ায় জমি বিক্রিতে বাধা, মুক্তিযোদ্ধার স্ত্রীকে হয়রানি
চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকতা পুরস্কার পেলেন ৬ সাংবাদিক