• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ১০:১২
ছবি : আরটিভি

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আদা, আলু ও পেঁয়াজের দাম। কেজিপ্রতি দেশি আলু ১০ টাকা কমে ২০ টাকায় এবং পেঁয়াজ প্রকার ভেদে কেজিপ্রতি ৫ টাকা কমে ৪০ থেকে ৪৫ টাকা ও ভারতীয় আদা কেজিপ্রতি ২০ টাকা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতে এবং আদার সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে সবজি বিক্রেতা ইউসুফ আলী বলেন, এক সপ্তাহ থেকে হিলি বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতির দিকে। মোকামে দাম কম হওয়ার কারণে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করতে পারছি। আগের থেকে ক্রেতাও অনেক বেড়ে গেছে। বর্তমানে কাঁচাবাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহে ভারতীয় ২৯ ট্রাকে প্রায় ৮৫০ টন পেঁয়াজ এবং ভারতীয় ৮ ট্রাকে ১৬৫ টন আদা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস
হিলিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম
ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা