মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপিনাথপুর-কোটাখোল অভ্যন্তরীণ সড়কের জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির (১৫) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির ও মাহিম শেখ পাচুড়িয়া আলিয়া মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মাদ সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, নিহত দুজনই অল্প বয়সী। তারা ইছাখালি থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল মোটরসাইকেল নিয়ে। তাদের মোটরসাইকেল চালানোর কোনো দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স নেই।
তিনি জানান, অতিরিক্ত গতিতে মটরসাইকেল চালানোর কারণে দুর্গাপুর মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন