• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সিলিং ফ্যানে ঝুলছিল দাখিল পরীক্ষার্থীর মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ১৫:২৪
ফাইল ছবি।

টাঙ্গাইলের মধুপুরে সুমী আক্তার নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের পূর্ব লাইনপাড়া এলাকায় তার ফুফুর বাড়ির একটি রুম থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার জয়নুদ্দিনের মেয়ে। এ বছর তার আউশনারা লাইনপাড়া দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল।

সুমীর বাবা জয়েন উদ্দিন জানান, প্রতিদিন রাতে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে আলাদা একটি রুমে একাই ঘুমাতো সুমী। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতেও তার ফুফুর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠার কারণে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। রুম থেকে কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভিতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, এই কিশোরী মেয়ের আত্মহত্যার ব্যাপারে প্রেমঘটিত কোনো বিষয় থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ধান মিলল গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের 
খাটের নিচে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
চার বছরে ১৬০০ জনকে বিনামূল্যে রক্ত দিয়েছে ভূঞাপুর ব্লাড ব্যাংক
ঈশ্বরদীতে পাঁচ দিনের মাথায় আরেক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার