চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, প্রেসক্লাব বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি সোহেল রুশদী, কার্যনির্বাহী কমিটির সদস্য মুনির চৌধুরী প্রমুখ। পরে প্রধান ও বিশেষ অতিথিসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ
মন্তব্য করুন