চার বছরে ১৬০০ জনকে বিনামূল্যে রক্ত দিয়েছে ভূঞাপুর ব্লাড ব্যাংক
টাঙ্গাইলের ভূঞাপুরে সামাজিক সেবামূলক সংগঠন ভূঞাপুর ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত চার বছরে সংগঠনটি ১৬০০ জন ডোনারের মাধ্যমে বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে। প্রতি বছর গড়ে ৪০০ জন অসুস্থ রোগীকে রক্ত দিয়ে আসছে এ সংগঠন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার আউট ডোর রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। ভূঞাপুর ব্লাড ব্যাংকের সভাপতি মো. বাপ্পী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফি গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জারিন তাসনিম রুশমা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) অফিসার মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, শিক্ষক সমিতির সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হাসান কফিল, ভূঞাপুর প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ সরোয়ার সাদি রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন সরকার, ক্রীড়া সম্পাদক কোরবান আলী তালুকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পরে ব্লাড ব্যাংকের রক্তযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
আরটিভি/এএএ
মন্তব্য করুন