• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী ও নারী নিহত

অনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৫, ১৮:৩০
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী ও নারী নিহত
ছবি: সংগৃহীত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক এনজিওকর্মী ও এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ‘আর্স বাংলাদেশ’ নামে একটি এনজিও নাভারণের ব্রাঞ্চ ম্যানেজার মাগুরায় নিজ বাড়ি যাওয়ার পথে একটি আলমসাধুর সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহত এনজিওকর্মী অনুপ শর্মা মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের অধির শর্মার ছেলে।

অপরদিকে যশোরের শার্শার শাঁখারী পোতা, বোয়ালিয়া সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদিয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া শাঁখারী পোতার রায়পুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাদিয়া বেগম প্রাণ হারান। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো শিক্ষার্থীর প্রাণ
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর