• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পাইকগাছায় খাল উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬
পাইকগাছায় খাল উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পাইকগাছার গদাইপুর ইউনিয়নের চরের বিলের সরকারী খাস খাল ঘের মালিকদের কবল থেকে উদ্ধার পূর্বক খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার গদাইপুর বাজার ধান্য চত্তরে উপজেলা জাতীয় সম্পাদ রক্ষা বাস্তবায়ন কমিটির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি আমিনুল ইসলাম কাজল।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম সরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন কাজী ইসতিয়াক আহমেদ, ইন্জিনিয়ার ফারুক আহমেদ, এ্যাড কাজী সাইফুল ইসলাম, কাজী সিফাত উল্লাহ, মো. আনিছুর রহমান মোড়ল, হামিদ শেখ, ফজর আলীসহ উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চরের বিলের সরকারী খাস খাল ঘের মালিকরা অবৈধভাবে ভেঁড়ি বাঁধ দিয়ে মৎস লীজ ঘের করছে। ফলে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টি মৌসুমে পানি সরবরাহ করতে নাপারায় আমন ধান চাষ করতে পারছেনা এলাকার শত শত কৃষক। অচিরেই খাস খাল গুলো পুনরুদ্ধার না করতে পারলে স্থায়ী বন্যা দেখা দিবে। খাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৃহতর আন্দোলনের ঘোষনার হুঁশিয়ারি দেন বক্তারা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা, সবশেষ যা জানা গেল
খুলনাকে হেসে খেলে হারালো দুর্বার রাজশাহী
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রাজশাহী
টস হেরে ফিল্ডিংয়ে খুলনা