• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

চুরি করতে দেখে ফেলায় ভবঘুরেকে হত্যা

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৭
চুরি করতে দেখে ফেলায় ভবঘুরেকে হত্যা
ছবি: সংগৃহীত

নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুণ দাস (৫৬) নামের এক ভবঘুরেকে হত্যাকাণ্ডের ঘটনায় সবুজ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় নাটোরের বড়হরিশপুরে কেন্দ্রীয় মহাশ্মশানে সাংবাদিকদের সামনে গ্রেপ্তার যুবককে উপস্থিত করে পুলিশ।

নাটোর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘সবুজ হোসেনসহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গেলে সেখানে উপস্থিত তরুণ চন্দ্র দাস তাদের দেখে ফেলেন। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে তরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সবুজ এবং জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ হোসেন নাটোর শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক সপ্তাহের মধ্যে মহাশ্মশানের জায়গা বুঝিয়ে দেওয়ার আশ্বাস রাজউক চেয়ারম্যানের
ভালোবাসার ১৪ বছর, নাটোরে এলেন মালয়েশিয়ার তরুণী
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে আ.লীগ: জামায়াত আমির