নেপালে কালচারাল সেন্টার স্থাপন করবে সরকার: ধর্ম উপদেষ্টা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ০৮:০৫ পিএম


নেপালে কালচারাল সেন্টার স্থাপন করবে সরকার: ধর্ম উপদেষ্টা
ছবি : আরটিভি

সরকার নেপালে কালচারাল সেন্টার করবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানী উত্তরা ১৬ নম্বর সেক্টর বৌদ্ধ মন্দিরে ‘বোধিচারা’ প্রতিস্থাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় নেপালের রুমবিনি জায়গায় প্যাগোডা বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য কালচারার সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। একনেকে মিটিংয়ে ৬৮ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন কালচার সেন্টার এবং প্যাগোডা অনুমোদন দিয়েছে।’

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বৌদ্ধ সম্প্রদায়ের একটা শ্মশান ব্যবস্থা হয়ে গেল। এটা এতদিন হয়নি। অনেক সরকার এসেছে, চলেও গেছে কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকারের হাতে বৌদ্ধ সম্প্রদায়ের মহা শ্মশান উদ্বোধন হলো এটা আমাদের বিরাট সাফল্য।
এর সঙ্গে আমি আরো বলতে চাই- আপনাদের কি কি প্রয়োজন এই নিয়ে একটি প্রজেক্ট তৈরি করে আমাদের কাছে দিন। ধর্ম, ও পরিবেশ মন্ত্রণালয় আমরা সবাই মিলে তা ব্যবস্থা করে দেবো।’

নেপালে ৬ একর জায়গা নেপাল সরকার আমাদেরকে বিনামূল্যেই দিয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘আপনারা সেখানে যেতে পারবেন এবং ধর্মীয় কালচার সম্পন্ন করতে পারবেন। নেপাল সরকার আমাদেরকে বলেছিল যেখানে বৌদ্ধদের অধিবাস বুদ্ধিস্ট কালচার আছে ইচ্ছে করলেই আমরা তাদেরকে জায়গা দেবো। আপনারা কালচারাল সেন্টার প্যাগোডা করতে পারবেন। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ বহু বছর যাবৎ বৌদ্ধদের শাসনাধীন ছিল। শুধু বাংলাদেশ নয় অস্ট্রেলিয়ার কিনারা থেকে শুরু করে আফগানিস্তানের পশ্চিম পাস পর্যন্ত কেবল কিছু সংখ্যক জায়গা ছাড়া পুরো জায়গা জুড়েই বৌদ্ধদের শাসনাধীন ছিল। বিশেষ করে মৌর্য বংশের শাসক সম্রাট আশোকের সময়।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী তাই নেপালে বৌদ্ধ সেন্টার ও তার কার্যক্রম তা প্রমাণ করে। আসুন আমরা একে অপরের হাত ধরি সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ ভ্রাতৃত্ববোধের দেশ বাংলাদেশ। এটা বিশ্বাস করি এবং নিজের দেশকে ভালবাসি। এ দেশ আমাদের সবার। একে অপরের হাত ধরে এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব এবং প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব।’

বিজ্ঞাপন

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক আর যেন না মনে করেন তিনি বঞ্চিত। আর এ বিষয়ে নিশ্চিত করতেই আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ সবার এটা বহুমাত্রিক একটি দেশ সমস্ত ধর্মের মানুষ সমস্ত ভাষাগত মানুষ এবং নৃগোষ্ঠী মানুষ যারা বাংলাদেশকে গড়ে তুলতে পারে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। যেভাবে বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখেছিলেন, তার আংশিক গড়ার দায়িত্ব আমরা পেয়েছি আমরা তো পালনের চেষ্টা করছি। এ ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যাতে চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন করতে পারি।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission