সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার সনমান্দি ইউনিয়নের হরিহরদী গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মালয়েশিয়া প্রবাসী মো. সোহানুর রহমান সবুজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সোনারগাঁও আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসাইন বলেন, ‘এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ, দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে হবে না। সরকার তার নিজ দায়িত্বে সকল মানুষের বাড়ি-বাড়ি সহায়তা পৌঁছে দেবে।’
চলতি শীতে তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ দক্ষিণ থানা আমির মো. আসাদুল ইসলামসহ জামায়াতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ।
আরটিভি/এমকে
মন্তব্য করুন