পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শ্রীঘরে ৮ জন 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ১০:১৬ পিএম


পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শ্রীঘরে ৮ জন 
ছবি : আরটিভি

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৮ জনের কারাদণ্ড হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেরকে ৩ দিন করে  কারা দণ্ডাদেশ দেওয়া হয়। 

মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি এই দণ্ড দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন, নীলফামারী জেলার নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুর জেলার মোটা বাবুর ছেলে শ‍্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুরের মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধার নুরুন্নবী মিয়ার ছেলে নূর মওলা, ঝিনাইদহের দিলিপ দেবনাথের ছেলে দেবনাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিটার রিডার কাম মেসেঞ্জার পদে জনবল নিয়োগের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি আজ লিখিত পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় অংশগ্রহণকারী‌দের ম‌ধ্যে ৮ জন‌কে প্রক্সি হিসাবে শনাক্ত করেন কর্তৃপক্ষ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি দল ওই ৮ জনকে আটক করেন। 

দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission