• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৩

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১১:১১
ছবি: আরটিভি

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুমি আক্তার, ঊর্মি আক্তার ও দিলারা বেগম। তারা পাইওনিয়ার ডেনিম লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টারসিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ৩ জন নিহত ও ৪ জন আহত হন।

তিনি আরও বলেন, আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ১১, রেড ফ্ল্যাগ সতর্কতা জারি
মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত আরও ২১, ইয়েমেন-লেবাননেও হামলা