লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯
লক্ষ্মীপুর সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩) নামে দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সদরের উত্তর হামছাদি বাস বাজার ও পিয়ারাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে হতাহতের এসব ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা-মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এতে পিয়াস সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ আরও ৫ জন আহত হয়। পরে সদর হাসপাতালে নেওয়ার পর পিয়াসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে আহত সিফাত ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে।
একইদিন সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন নামে আরও এক যুবক মারা গেছে। ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন