• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১৫:১২
ছবি : আরটিভি

নড়াইল সদর উপজেলায় তুলরামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম মোল্যা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মোল্যা উপজেলার তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের দাউদ মোল্যার ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তামিম মোল্যা শুক্রবার রাতে ঢাকায় নিজ কর্মস্থল থেকে তার গ্রামের বাড়িতে মোটরসাইকেলে ফিরছিলেন। পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসেম্বরে ৫০৪ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৫৩৯ প্রাণ
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু 
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩