• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে চরাঞ্চলে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৫২
ছবি : আরটিভি

চাঁদপুরের অবহেলিত চরাঞ্চলের নিম্ন-আয়ের মানুষের কথা চিন্তা করে নদী পার হয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় জেলেদের মাঝে মা ইলিশ ও জাটকা রক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের চরউমাদ এলাকার প্রতিটি পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক। এ ছাড়াও তিনি নদীতে ঘুরে ঘুরে মাছ আহরণ করা জেলেদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে জেলা প্রশাসক বলেন, শহরের বিভিন্ন সামাজিক সংগঠনসহ বেসরকারি ব্যক্তিবর্গ গরিবদের পাশে কম্বল নিয়ে যায়। কিন্তু গ্রাম বা চরাঞ্চলে যারা থাকেন তারা অনেকটাই বিচ্ছিন্ন। মেঘনা পদ্মা নদীর মাঝখানের একটা চর। যেখানে স্পিডবোটে আসতেও আধাঘণ্টার বেশি সময় লেগেছে। এখানে তাদেরকে কম্বল দিতেও তেমন কেউ আসেন না। তারা সবসময়ই বঞ্চিত ও অবহেলিত থাকে। আমরা মনে করেছি এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। অর্থনৈতিকভাবে তারা গরিব অসচ্ছল।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতকে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি: মুহাম্মদ তাহের
কালীগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
চাঁদপুরে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব, ১৫ দিনে পাঁচ সহস্রাধিক রোগীর চিকিৎসা