চাঁদপুরে চরাঞ্চলে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ , ০৩:৫২ পিএম


চাঁদপুরে চরাঞ্চলে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
ছবি : আরটিভি

চাঁদপুরের অবহেলিত চরাঞ্চলের নিম্ন-আয়ের মানুষের কথা চিন্তা করে নদী পার হয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় জেলেদের মাঝে মা ইলিশ ও জাটকা রক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের চরউমাদ এলাকার প্রতিটি পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক। এ ছাড়াও তিনি নদীতে ঘুরে ঘুরে মাছ আহরণ করা জেলেদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে জেলা প্রশাসক বলেন, শহরের বিভিন্ন সামাজিক সংগঠনসহ বেসরকারি ব্যক্তিবর্গ গরিবদের পাশে কম্বল নিয়ে যায়। কিন্তু গ্রাম বা চরাঞ্চলে যারা থাকেন তারা অনেকটাই বিচ্ছিন্ন। মেঘনা পদ্মা নদীর মাঝখানের একটা চর। যেখানে স্পিডবোটে আসতেও আধাঘণ্টার বেশি সময় লেগেছে। এখানে তাদেরকে কম্বল দিতেও তেমন কেউ আসেন না। তারা সবসময়ই বঞ্চিত ও অবহেলিত থাকে। আমরা মনে করেছি এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। অর্থনৈতিকভাবে তারা গরিব অসচ্ছল। 

বিজ্ঞাপন

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission