এখনও সিন্ডিকেট চাঁদাবাজি দখলবাজি চলছে: সারজিস আলম

আরটিভি নিউজ

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ , ০৮:৪৭ পিএম


এখনও সিন্ডিকেট চাঁদাবাজি দখলবাজি চলছে: সারজিস আলম
ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এখনও সিন্ডিকেট, চাঁদাবাজি, দখলবাজি চলছে। যারা এখনও চাঁদাবাজি করছে তাদের নাম কেউ বলছে না। এমনটা হলে প্রত্যাশিত সংস্কার সম্ভব নয়। 

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের আখের গোছাতে ব্যস্ত, কেউ দেশের চিন্তা করছে না।

বিজ্ঞাপন

এ সময় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মতো সবাইকে সিনা টান করার অভ্যাস জারি রাখতে হবে।

সামাজিক সংগঠন আস-সিরাজের আয়োজনে এ সেমিনারে ২০১৩ সালের শাপলা চত্বর ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়।

আরটিভি/এমএ-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission