• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

লালমনিরহাটে ন্যায্য দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ২২:২৯
ফুলকপি
ছবি: আরটিভি

লালমনিরহাটের বিভিন্ন এলাকায় চাষিরা ফুলকপির ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ হয়ে তাদের ফসল খেতে নষ্ট করতে বাধ্য হচ্ছেন। অধিক উৎপাদন ও পাইকারি বাজারে চাহিদার অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় সবজির খেতে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, হতাশা ভরা মুখ নিয়ে আসল টাকা তোলার চিন্তায় মগ্ন চাষিরা। স্থানীয় কৃষকরা জানান, ফুলকপি চাষে ব্যয় হয়েছে প্রতি বিঘা জমিতে প্রায় ১৫-২০ হাজার টাকা। কিন্তু বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ২-৩ টাকায়। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবহন খরচও তুলতে পারছেন না তারা। বাধ্য হয়ে ফসল তুলে ফেলার পরিবর্তে খেতে নষ্ট করছেন অনেকে।

লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের কৃষক সহিদুল ইসলাম, মজিদুল ও হুজুর আলী জানান, তারা প্রত্যেকেই কয়েক বিঘা জমিতে ফুলকপি চাষ করে লোকসান গুনেছেন। বাজারে ফুলকপি নিলে গাড়ি ভাড়াই ঠিকমতো ওঠে না। দাম না থাকায় খেতেই নষ্ট হয়েছে অনেকের ফুলকপি। এ ছাড়া এলাকার অনেক কৃষক ক্ষোভে গরুকে খাওয়াচ্ছেন ফুলকপি।

চাষিরা জানান, বড় শহর বা অন্যান্য বাজারে এই সবজি পাঠানোর জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। ফলে ফুলকপির ন্যায্য মূল্য নিশ্চিত করা যাচ্ছে না। এতে করে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন সঙ্গে কথা হলে তিনি বলেন, এই সমস্যা সমাধানে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। আমরা কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে চেষ্টা করছি। আবহাওয়া ভালো থাকায় এবারে ফলন তুলনামূলক অনেক বেশি। ভরা মৌসুমে একই সময়ে ব্যাপক আকারে ফুলকপির চাষ করায় দাম কম।

তিনি জানান, এই বছরে ব্যাপক আকারে চাষাবাদ হওয়ায় বাজারে সবজির কোনো ঘাটতি নেই। যার কারনে দেশে ফুলকপিতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। তাই আগাম এবং মৌসুমের শেষে চাষাবাদ করার পরামর্শ থাকবে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা 
পিসপ্রতি এক টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি
হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক