• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

শ্রীনগরে থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ২২:৫৪
ওসি কাইয়ুম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার।

এদিকে, ছিনিয়ে নেওয়া আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ৯টার দিকে শ্রীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কায়েম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, মামলার এজাহারভুক্ত আর তিন আসামি শুভ পাঠান, সিয়াম পাঠান ও হিমেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সকলে যুবদল নেতা।

এর আগে, থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে শনিবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি করেন। আন্দলোনকারীদের নিবৃত্ত করে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন পুলিশ সদস্যরা। পরে আন্দোলনকারীরা দুপুর পৌনে ১টায় মহাসড়ক থেকে সরে যায়।

প্রসঙ্গত, শ্রীনগরে থানা থেকে ফৌজদারি মামলার এজাহার ভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাতে ছিনিয়ে নেন বিএনপির নেতাকর্মীরা। এদিন রাত ১০টার দিকে থানায় হট্টগোল বাধিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুন্সীগঞ্জে থানা থেকে আসামি ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
গাড়ির ধাক্কায় ইমাম নিহত
মেঘনায় স্পিডবোট-ট্রলারের সংঘর্ষ, নিহত বেড়ে ৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ