• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

‘ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত পরিবর্তনকে কেউ যেন ব্যর্থ করতে না পারে’

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ০১:৫৬
‘ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত পরিবর্তনকে কেউ যেন ব্যর্থ করতে না পারে’
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে দিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী।

শনিবার (১১ জানুয়ারি) পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শামীম সাঈদী বলেন, বিগত সাড়ে ১৫ বছরে সারাদেশে দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন করা হয়েছে। জামায়াতের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, চরম নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে ক্ষমা করতে হবে। শত শত ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত এ পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে দিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের নামে দলের পাঁচজন শীর্ষ নেতাকে ‘মিথ্যা তথ্য ও সাজানো আদালতের রায়ে’ ফাঁসি দেওয়া হয়েছে। এ পাঁচজনসহ ১১ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত ও প্রয়াত নেতাদের গভীর শ্রদ্ধা ভরে আজ স্মরণ করছি।

ছাত্র-জনতার আন্দোলন নিষ্ঠুরভাবে দমনের চেষ্টার কথা উল্লেখ করে শামীম সাঈদী বলেন, ‘যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে, এই জেদ ধরে শত শত মানুষকে হত্যা করেছে হাসিনা। এটা ছিল সুস্পষ্ট গণহত্যা। শুধু স্থলভাগে নয়, আকাশ থেকেও গুলি চালানো হয়েছে। ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো হয়েছে।
জুলাই বিপ্লবের সময় ট্রাকের (ভ্যান) ওপর লাশের স্তূপ ছিল। তারপর ধরিয়ে দেওয়া হয়েছিল আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি! আমরা সরকারের কাছে দাবি জানাবো, এ গণহত্যা যারা সংঘটিত করেছে, অবশ্যই তাদের বিচারের আওতায় আনতেই হবে।’

এ সময় শামীম সাঈদী তার বক্তব্যে ধনী, ব্যবসায়ী লুটেরাদের বিচার ও তাদের ক্ষমা না করার ওপর জোর দেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ নেতা দুদিনের রিমাণ্ডে 
ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ
চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল